অগ্রহায়ণেই তাঁদের পৌষ মাস

প্রথম আলো সৈয়দ আবুল মকসুদ প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ১২:১৩

এককালে আমাদের গ্রামগুলোর মাটির ঘরে সিঁধেল চুরি হতো। সিঁধ কেটে চোর ঘরে ঢুকলে গৃহকর্তা ঘুম থেকে জেগে চোরের ঠ্যাং ধরে ফেলতে চাইতেন। কিন্তু অনেক সময় দেখা যেত, ঠ্যাং না ধরে ধরেছেন চোরের লাঠি। ওদিকে চোর সিঁধ দিয়ে বেরিয়ে দৌড়ে পগারপার। পেঁয়াজের ক্ষেত্রেও আমাদের রাষ্ট্রযন্ত্র ঠ্যাং না ধরে ধরেছে লাঠি। ফলে জনগণের যত সর্বনাশই হোক, এই অগ্রহায়ণেই পেঁয়াজওয়ালাদের পৌষ মাস। লিখেছেন সৈয়দ আবুল মকসুদ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও