এক যুগের দীর্ঘশ্বাস! এক যুগের দীর্ঘ বেদনা! এক যুগের অসীম শূন্যতা! সবকিছুই হূদয়ে ধারণ করে এগিয়ে চলেছে সঞ্জীব চৌধুরীবিহীন ‘দলছুট’। গতকাল যখন দলছুটের আরেক কারিগর বাপ্পা মজুমদারের সঙ্গে কথা হচ্ছিল। তখনো তিনি যেন বারবার তা-ই বলতে চেয়েছিলেন। কিন্তু প্রিয় বন্ধু, প্রিয় শিল্পী সঞ্জীব চৌধুরীর অবর্তমানে যে ভেঙে পড়া যাবে না, তাও বুঝিয়ে দিলেন নানা কথায়। এই তো আসছে ২৫ ডিসেম্বর সঞ্জীবের জন্মদিনে তাকে বিশেষ উপহার দেয়ার পরিকল্পনা করছেন দলছুটের সদস্যরা। বাপ্পা টকিজকে জানালেন সে উপহার আর তাদের পথচলার নতুন গল্প নিয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.