আস্তর খসে পড়ছে, ছাদ ও পিলারের ঢালাই খসে রড দেখা যাচ্ছে। পিলারসহ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশেও সৃষ্টি হয়েছে ফাটল সৃষ্টি।