শিক্ষার্থীদের সবার গায়ে লাল-সাদা টি-শার্ট, মাথায় টুপি। সাইকেলের সামনে টানানো প্ল্যাকার্ডে লেখা—বাল্যবিবাহ ও মাদককে ‘না’ বলুন। এভাবেই বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে নেত্রকোনার বিভিন্ন স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।