উগ্র হিন্দুয়ানার শক্তি যেন মাথাচাড়া না দেয়
ভারতের সুপ্রিম কোর্ট আবার একটি ঐতিহাসিক রায় দিলেন। ২৭ বছর আগে বাবরি মসজিদ ভাঙা হয়। ওই মসজিদ ভাঙার ঘটনায় গোটা বিশ্বে ভারত নিন্দিত হয়েছে। সেই বাবরি মসজিদ ভাঙার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা এখনো চলছে। সে মামলাটি আলাদা। ১৮৫৬ সাল পর্যন্ত এই তথাকথিত বাবরি মসজিদে নামাজ পড়া হতো—তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানালেন শীর্ষ আদালত। উল্টো প্রধান বিচারপতি রঞ্জন গগইয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতি ঐকমত্যের ভিত্তিতে রামমন্দির নির্মাণের জন্য নতুন একটি ট্রাস্ট গঠন করতে নির্দেশ দিলেন।