মূলধারার শিক্ষার বিকাশেই জাতি এগিয়ে যাবে
বিশ্বায়নের চাপে ও মোহে আত্মসংবিৎ হারিয়ে চললে কে বা কারা আমাদের উদ্ধার করবে? উন্নতির মূলে থাকে আত্মনির্ভরতার প্রচেষ্টা; এতে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। বাইরে থেকে আমরা নেব, আত্মশক্তি বাড়ানোর জন্য কোনো অবস্থাতেই আত্মনির্ভরতা বিসর্জন দেওয়া যাবে না। আত্মশক্তি ও আত্মনির্ভরতার কোনো বিকল্প নেই। ভাষা, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে চিন্তার এবং কর্মের প্রগতিশীল নতুনধারা সৃষ্টি করতে হবে। কিছু যোগ্য ব্যক্তি যদি পরিচ্ছন্ন ভূমিকা নিয়ে এতে অগ্রযাত্রী হন, তাহলেই আমাদের এসব কথা অর্থবহ হবে।