![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2019/11/05/222030eyxy08um.jpg)
আইয়ুবের কৌশল কি এখন গণফোরামের রাজনীতিতে?
জেনারেল আইয়ুব খান যদি আজ বেঁচে থাকতেন, তাহলে এই ভেবে আনন্দিত হতেন যে তাঁরা বাংলাদেশ হারিয়েছেন বটে, কিন্তু এখনো সে দেশটিতে তিনি তাঁর রাজনৈতিক কৌশলের অনুসারী একজনকে দেখতে পাচ্ছেন। মোনেম খাঁ, সবুর খাঁ এঁরা মারা গেছেন বটে; তাঁরা ছিলেন তাঁর হুকুম বরদার। কিন্তু এখন যাঁর মধ্যে তিনি তাঁর কৌশলের অনুসরণ দেখতে পাচ্ছেন, অতীতে তিনি তাঁর রাজনীতির বিরোধিতাকারী ছিলেন। এখন কেমন করে তাঁর চেঞ্জ অব হার্ট হলো এটা তিনি বুঝতে পারছেন না।
- ট্যাগ:
- মতামত
- রাজনীতি
- গণফোরাম
- রাজনৈতিক কার্যক্রম
- গণফোরাম