![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2019/11/05/bd-pratidi--1---11-19-4.jpg)
জেলখানায় চার জাতীয় নেতাকে হত্যা কেন?
লিখতে চেয়েছিলাম ক্রিকেট নিয়ে, ক্রিকেট পরিচালনায় বাংলাদেশের প্রাণপুরুষ নাজমুল হাসান পাপন এমপিকে নিয়ে। পাপনের বাবা আমাদের নেতা জিল্লুর রহমান খুবই কাছের মানুষ। ’৬০-৬৫ থেকে তার সঙ্গে সম্পর্ক। সখিপুরে গিয়ে এক সময় তিনি মুক্তকণ্ঠে বলেছিলেন, ‘কাদের সিদ্দিকী ৭ মন্ত্রীর সমান।’ সে যাই হোক জিল্লুর ভাইয়ের সঙ্গে
- ট্যাগ:
- মতামত
- জেলখানা
- চার নেতা হত্যা
- ঢাকা