দোকানের চেয়ে বারান্দার ভাড়া ৯গুণ
প্রথম আলো
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০৯:০৮
ঢাকা নিউমার্কেটে সিটি করপোরেশন নির্ধারিত একটি দোকানের প্রতি বর্গফুটের ভাড়া ২২ টাকা। এই হিসাবে ২০০ বর্গফুট আয়তনের একটি দোকানের ভাড়া বাবদ সিটি করপোরেশনকে মাসে ৪ হাজার ৪০০ টাকা দেন দোকানমালিকেরা। অথচ দোকানের সামনের বারান্দায় দুজন হকার বসিয়েই মাসে ৪০ হাজার টাকা ভাড়া আদায় করছেন তাঁরা, যা মূল দোকানের চেয়ে প্রায় ৯ গুণ বেশি। নিউমার্কেটের ভেতর চলাচলের পথে হকার বসায় ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতারা।...
- ট্যাগ:
- বাংলাদেশ
- দোকান
- ভাড়া
- বারান্দার সজ্জা
- ঢাকা