You have reached your daily news limit

Please log in to continue


বড়লেখায় নজরুল ইসলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা

বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশন নজরুল ইসলাম প্রাথমিক বৃত্তি ২০১৯-এর পরীক্ষা ১লা নভেম্বর কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৬ জন মেধাবী শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। কুয়েত প্রবাসী সাংবাদিক নজরুল ইসলামের একক অর্থায়নে এ প্রকল্প প্রথমবারের মতো শুরু হয়েছে প্রতি বছর ধারাবাহিকভাবে এর কার্যক্রম চলবে বলে জানা যায়। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়লেখা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ছয়ফুল হক, কেন্দ্র সচিব এ. কে.এম আতাউর রহমান,হল সুপার আব্দুল আলিম প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন