![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1065452!/image/image.jpg)
এখন থেকেই শুরু করুন ঘরোয়া যত্ন, শীতে আর পা ফাটবে না
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৯, ১৫:৪৭
শীতকালে ফাটা গোড়ালি যেমন দেখতে খারাপ লাগে, তেমন-ই অনেকের ক্ষেত্রে তা আবার যন্ত্রণাদায়কও। যাঁদের পা ফাটার সমস্যা আছে, তাঁরা বছরভর পায়ের যত্ন নিন। তাহলে শীতকালে অনেকটাই এড়াতে পারবেন এই সমস্যা।