![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/default/2016/03/15/714a936bd598937ba32f1fc6f4024818-palo-logo.jpg)
কোনো এলাকায় মালিকবিহীন পথবাসী কুকুরের সংখ্যা বাড়লে তা একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এসব কুকুর কাউকে কামড় দিলে জলাতঙ্কের আতঙ্ক জনমনকে তীব্রভাবে বিচলিত করে। এমন পরিস্থিতির উদয় হলে একসময় ঝাড়েবংশে নিধনএর পথ ধরা হতো। আদিম নৃশংসতায় পিটিয়ে কুকুর নিধনের জন্য সরকার পর্যাপ্ত বরাদ্দও রাখত। ২০১২ সালে উচ্চ আদালত নির্বিচার কুকুর নিধনকে অমানবিক সাব্যস্ত...