দাঁত তুলে রোগীর মৃত্যু, একবছরের জন্য সাসপেন্ড ডাক্তার
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০৫:৫৫
world: রোগী রক্ততরলের ওষুধ খেলে, সেক্ষেত্রে দাঁত তোলা যায় না। কিংবা, দাঁত তোলার আগে-পরে কিছুদিন ওষুধ বন্ধ রাখতে হয়। এই রোগিনী বিরল অসুখে আক্রান্ত হওয়ায়, তাঁর ক্ষেত্রে ওই ওষুধ বন্ধ করা যেত না। সেক্ষেত্রে সুরক্ষামূলক পদক্ষেপ ছাড়া দাঁত তোলা সম্ভব ছিল না।