![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2019/10/23/650x365/Karsina.jpg)
৮ বছরের বন্দী জীবন
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ২১:৪৭
পঞ্চগড়ে এক নারীকে আট বছর ধরে লোহার শেকলে বেঁধে রাখা হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তার পরিবার। তার দুই সন্তান রয়েছে। স্বামীর নির্যাতনের কারণেই ওই নারী মানসিক ভারসাম্যহীন হয়েছেন বলে তার বাবার বাড়ির লোকজনের অভিযোগ। করসিনা আক্তার নামের ওই নারী সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের হড়েয়াপাড়া গ্রামের কলিমউদ্দিনের মেয়ে। ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় বছর আগে করসিনাকে তার স্বামী তালাক দেন। বর্তমানে তিনি বাবার বাড়িতে শেকল পড়া অবস্থায় রয়েছেন। তার দুই সন্তান রয়েছে…
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিকলবন্দি পাঁচ বছর