![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/20/10f0aaa1822392ed1cad0a51655365f8-5dabe50a8b284.jpg?jadewits_media_id=1479043)
বাঁধের জলে জাল পড়ে ঝপাৎ
প্রথম আলো
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯, ১০:৩৮
ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। কুয়াশায় মোড়ানো ভোরে নদীর পাড়ে জড়ো হতে শুরু করেছে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। সবার কাঁধে ফিকা জাল, খইয়া জাল, খলইসহ মাছ ধরার নানা উপকরণ। তাঁরা সবাই এসেছেন ছোট-বড় নানা প্রজাতির মাছের টানে। গতকাল শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদের ওপরের বুড়ির বাঁধ (জলকপাট) এলাকার চিত্র এটি। প্রতিবছর অক্টোবর মাসের এ সময়ে খুলে দেওয়া...
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাছ ধরার উৎসব
- ঠাকুরগাঁও