
দারিদ্র্য গবেষণায় নোবেল পুরস্কার ও অন্যান্য প্রসঙ্গ
দারিদ্র্য অর্থনীতির নোবেল স্বীকৃতি নিয়ে বিদেশে বাসরত জাবির প্রাক্তন ছাত্র ওসমান রহমানের ফেসবুকে দেয়া সারাংশটি হুবহু এ রকম: বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে পরীক্ষামূলক প্রায়োগিক উপায়ের নিখুঁত ব্যবহারের জন্য এ বছর অর্থনীতিতে যে তিনজন অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে, তারা হলেন অভিজিৎ ব্যানার্জি ও এস্তার দুফলো (এ দম্পতি যুক্তরাষ্ট্রের এমআইটির অধ্যাপক) এবং মাইকেল ক্রেমার (যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক)।