বাংলাদেশে সামাজিক বন্ধন ও ঐতিহ্যের ক্ষয়

জাগো নিউজ ২৪ অধ্যাপক ড. মতিউর রহমান প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২

সমাজতাত্ত্বিক ফার্দিনান্দ টেনিসের 'Gemeinschaft (গোষ্ঠী বা সম্প্রদায়)' এবং 'Gesellschaft (সমাজ বা ব্যক্তিনির্ভর সম্পর্ক)'-এর দ্বৈত তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের সমাজের এক গভীর ও দ্রুত পরিবর্তনের চিত্র তুলে ধরা যায়। টেনিসের ১৮৮৭ সালের এই বিশ্লেষণ, যা ঘনিষ্ঠ গ্রামীণ সম্পর্ক (Gemeinschaft) এবং চুক্তিনির্ভর নগর সম্পর্ক (Gesellschaft)-এর মধ্যকার পার্থক্য নির্দেশ করে, তা বাংলাদেশের চলমান সামাজিক রূপান্তর বোঝার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। ঐতিহাসিকভাবে গ্রামীণ বন্ধনের দেশ বাংলাদেশ আজ দ্রুত অর্থনৈতিক, জনসংখ্যাগত এবং জলবায়ু-সম্পর্কিত চাপের প্রভাবে নগর একাকিত্ব এবং ব্যক্তিকেন্দ্রিক সামাজিক রূপান্তরের দিকে ধাবিত হচ্ছে। এই রূপান্তর কেবল জীবনযাত্রার পরিবর্তন নয়, এটি সামাজিক বন্ধন এবং অস্তিত্বের মূল অর্থকেই চ্যালেঞ্জ করছে।


বাংলাদেশের গ্রামীণ জীবন এখনো Gemeinschaft-এর চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত। এই কাঠামো ব্যক্তিগত সম্পর্ক, পারস্পরিক আবেগ এবং পারিবারিক বন্ধনের ওপর ভিত্তি করে গঠিত, যেখানে সমষ্টিগত কল্যাণ ব্যক্তিগত ইচ্ছার চেয়ে অধিক গুরুত্ব পায়। গ্রামীণ জীবনের মূল বৈশিষ্ট্যগুলো এর সামাজিক নেটওয়ার্কের নিবিড়তা ও আস্থায় প্রতিফলিত হয়। গ্রামীণ সমাজে সম্পর্কগুলো মূলত জন্ম, আত্মীয়তা এবং দীর্ঘস্থায়ী প্রতিবেশীর বন্ধনের মাধ্যমে তৈরি হয়। এটি একটি অত্যন্ত শক্তিশালী অপ্রাতিষ্ঠানিক নিরাপত্তা জাল (Informal Safety Net) তৈরি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও