ভোটের রাজনীতিতে জোট : জনকল্যাণ নাকি ক্ষমতার লড়াই?

জাগো নিউজ ২৪ ড. হারুন রশীদ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫১

নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো জনকল্যাণমুখী নানান কথাবার্তা বেশি বেশি বলতে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। ভোটের রাজনীতি, জোটের রাজনীতি শুরু হয়েছে ইতোমধ্যে। কিন্তু আসলে জনকল্যাণকে কতটা মাথায় রাখা হয় সেটি এক বিরাট প্রশ্ন। অতীতে দেখা গেছে, কী পদ্ধতিতে নির্বাচন হবে কিংবা ক্ষমতায় থাকা না থাকার ইস্যুগুলোই রাজনৈতিক দলগুলোর কাছে প্রাধান্য পায়। ফলে জনস্বার্থ উপেক্ষিত হয়। সমঝোতার পরিবর্তে বৈরিতাই স্থান করে নেয় রাজনীতিতে। এ অবস্থা দেশকে এক সংকটজনক অবস্থায় নিপতিত করছে। কিন্তু এ অবস্থা তো কারও কাম্য হতে পারে না। তাই জনকলাণ্যের রাজনীতিই সবার প্রত্যাশা। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতেই হবে।


জনকল্যাণের রাজনীতি হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা বা দর্শন যেখানে সরকার জনগণের সার্বিক মঙ্গল ও মৌলিক চাহিদা পূরণের জন্য নীতি ও কর্মসূচি গ্রহণ করে। এই রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও