![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2019/10/12/712x407/momen_ak.jpg)
দারিদ্র্য চ্যালেঞ্জ জয়ের পথে বাংলাদেশ
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি স্বাধীন সার্বভৌম ভূখ-ের স্বপ্ন দেখতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বপ্ন অর্জনের পেছনেই ছিল তার আজীবনের সংগ্রাম। এই স্বপ্নকে লালন করেই তিনি নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে। একটি স্বাধীন দেশ বাংলার মানুষকে উপহার দিয়ে গেছেন।