আবরারের হত্যাকাণ্ডে মর্মাহত সুইজারল্যান্ড
বুয়েটের ছাত্র আবরার ফাহাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ডের দূতাবাস। গত ৯ই অক্টোবর তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় তারা এ নিয়ে বিবৃতি দিয়েছে। এতে তারা লিখেছে, বুয়েটের ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র আবরার ফাহাদের বেদনাদায়ক মৃত্যুতে আমরা মর্মাহত। বিবৃতিতে বলা হয়, সুইজারল্যান্ড বিশ্বের প্রতিটি মানুষের বাক স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবিও তুলেছে সুইজারল্যান্ড দূতাবাস। বলা হয়েছে,যারা মানবাধিকারের মৌলিক বিষয়গুলো লঙ্ঘন করে তাদেরকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। উল্লেখ্য, গত রোববার রাতে বুয়েট শাখার ছাত্রলীগ নেতাকর্মীদের অমানবিক নির্যাতনের মুখে মারা যান আবরার ফাহাদ। ঘটনার পর দ্রুতই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।