আগামিকাল দুপুরে চব্বিশ ঘণ্টার সফরে চেন্নাই হয়ে মমল্লপুরমে পৌঁছবেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খোলামেলা পরিবেশে সংলাপই এই সফরের সারকথা।