ফিলিস্তিনি লেখক বয়কটে উৎসব বাতিল, শেষে ‘নিঃশর্ত ক্ষমা’ প্রার্থনা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ২১:৩২

ফিলিস্তিনি বংশোদ্ভূত লেখক রান্দা আবদেল-ফাত্তাহকে বয়কট করায় অস্ট্রেলিয়ায় সপ্তাহব্যাপী আয়োজিত রাইটার্স ফেস্টিভাল বাতিল হয়েছে। রান্দা আবদেলের জন্য ১৮০ জন লেখক এ উৎসব বয়কট করে। ফলে আয়োজন বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।


সর্বশেষ রান্দা আবদেলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ফেস্টিভ্যাল বোর্ড।


(১৫ জানুয়ারি) বৃহস্পতিবার অ্যাডিলেড ফেস্টিভালের বোর্ড জানিয়েছে, তারা এবছরের অ্যাডিলেড রাইটার্স উইক এ বক্তা হিসেবে আবদেল-ফাত্তাহকে বাদ দেওয়ার আগের সিদ্ধান্ত প্রত্যাহার করছে। একই সঙ্গে ২০২৭ সালে অনুষ্ঠিত পরবর্তী লেখক সপ্তাহে তাকে বক্তা হিসেবে অগ্রিম আমন্ত্রণ করার ঘোষণা দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও