ইরানে হামলার হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলো প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ২১:৫২

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে দেশটির বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং এর সঙ্গে থাকা ‘স্ট্রাইক গ্রুপ’ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে।


আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সম্প্রচারমাধ্যম নিউজ নেশনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।


ভেনেজুয়েলার সাম্প্রতিক অভিযানের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী কোনো রণতরি মোতায়েন নেই। এমন এক সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি পাঠাচ্ছে, যখন ইরানের সঙ্গে দেশটির উত্তেজনা তীব্রতর হয়েছে।


যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভূমধ্যসাগর থেকে বিমানবাহী মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এর ফলে বর্তমানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি (মধ্যপ্রাচ্য বা এর আশপাশের অঞ্চলে) নেই। অতীতে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার সময় কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও