ছেলেবেলার দুর্গা বড়বেলার দুর্গা
এখন বিকেল হবে হবে করছে। একটু আগে একপশলা বৃষ্টি হয়ে গেছে। অদ্ভুত সুন্দর এক আলো সারা আকাশ জুড়ে। লোকে এই আলোকেই বলে কনে দেখা আলো। ঢাকের শব্দে মনে পড়ে যাচ্ছে আজ পুজো শুরু। পুজো আর যাই করুক না করুক কীভাবে যেন ছোটবেলাটাকে ফিরিয়ে দেয়। থাকতাম এক মফস্বল শহরে। তখনো তার গা থেকে গ্রাম গ্রাম গন্ধটা যায়নি।
- ট্যাগ:
- মতামত
- দুর্গাপূজা
- আন্তরিকতা
- ছেলেবেলা
- মফস্বল