
সমাজের দুষ্ট ক্ষত দেখিয়ে দিল ক্যাসিনো
বজ্রপাতের শব্দ ভয় ধরালেও বিদ্যুচ্চমক ভয়ংকর। তা কেড়ে নেয় প্রাণ। তবে দু-একজনের প্রাণহানির সঙ্গে সঙ্গে সে আবার মুহ‚র্তে উদ্ভাসিত করে দেয় চারদিক। এক ঝলকে দেখিয়ে দেয় চারপাশ। তেমনি অন্ধকার রাতে বিদ্যুচ্চমকের মতো ক্লাবগুলোতে, বাণিজ্যিক এলাকায় এবং বাড়িঘরে একের পর এক ক্যাসিনো আবিষ্কার দেখিয়ে দিল সমাজের এক ভয়াবহ দুষ্ট ক্ষত।