পূজার সাজে চলতি ধারা

প্রথম আলো প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ১১:৪০

ঢাক-ঢোল-বাদ্যি-আলোকসজ্জা। শারদীয় দুর্গাপূজা আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেছে। পূজার সময়টাতে সাজানোগোছানো মণ্ডপগুলোয় গেলেই চোখ চলে যায় দর্শনার্থীদের পোশাক আর সাজের দিকেও। ষষ্ঠী থেকে দশমী—এই পাঁচ দিনের সাজে এবার থাকবে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল। লিখেছেন রয়া মুনতাসীর এ বছর পূজার সাজে থাকবে ঐতিহ্য আর আধুনিক—দুটো সাজের ধারাই। অর্থাৎ চোখভরা কাজল যেমন থাকবে, কাজল ছাড়াও সাজবে চোখ। টিপ...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও