You have reached your daily news limit

Please log in to continue


চলে গেলেন ‘শোলে’ সিনেমার কালিয়াখ্যাত বিজু

ভারতের বর্ষীয়ান অভিনেতা বিজু খোটে (৭৭) আর নেই। আজ ভোর ৬টা ৫৫ মিনিটে মুম্বইয়ের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়াতে তার মৃত্যু হয়েছে। বিজুর ভাইয়ের মেয়ে ও অভিনেত্রী ভাবনা বালসাভার ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, আজ ভোর ৬টা ৫৫ মিনিটে নিজ বাসাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার শরীরের একাধিক অঙ্গ বিকল ছিল। তিনি হাসপাতালে মৃত্যু বরণ করতে চাননি, তাই তার ইচ্ছাতেই আমরা কিছুদিন আগে তাকে বাসায় নিয়ে আসি। ওনার মতো একজন অভিনেতা চলে যাওয়ায় আমাদের সবার জন্য বড় ধরনের ক্ষতি হয়ে  গেল। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের কালজয়ী সিনেমা ‘শোলে’র কালিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন বিজু খোটে। তার মৃত্যুতে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে  শোকের ছায়া নেমে এসেছে। ১৯৬৪ সালে মারাঠি সিনেমা ‘ইয়া মালাক’র মধ্য দিয়ে বিজু  খোটেকের বড় পর্দায় অভিষেক ঘটে। তার উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘কুরবানি’, ‘কর্জ’, ‘নাগিনা’, ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ও ‘আন্দাজ আপনা আপনা’সহ অসংখ্য দর্শকনন্দিত সিনেমা। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি মিলিয়ে তিনশ’রও বেশি সিনেমায় বিজু খোটে অভিনয় করেছেন। নিয়মিত ছিলেন মঞ্চে অভিনয়েও। ২০১৮ সালে ‘জানে খুন দে ইয়ারুন’ সিনেমায় তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে। এছাড়া ‘গোলমাল ৩’ (২০১০), ‘অতিথি তুম কাব যাওগি’ (২০১০), ও ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯) সিনেমাতেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন