কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত: বখাটের দণ্ড

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ইয়াছিন (১৯) নামে এক বখাটেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে এ কারাদণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। দণ্ডপ্রাপ্ত ইয়াছিন উপজেলার নামালক্ষীয়া গ্রামের আবদুল কাদিরের ছেলে। জানা যায়, উপজেলার লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া নামালক্ষীয়া গ্রামের এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো একই গ্রামের বখাটে ইয়াছিন। এনিয়ে দরবার শালিসও হয়। এতে বখাটে ইয়াছিন আরও ক্ষিপ্ত হয়ে ওই স্কুল ছাত্রীর পিতাকেও হুমকি-ধামকি দেয়। গতকাল ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে পথরোধ করে উত্ত্যক্ত করতে শুরু করে বখাটে ইয়াছিন। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও বখাটে ইয়াছিনকে আটক করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও