কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেই রতনকে শিকলমুক্ত করলেন ইউএনও

মানবজমিন প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২৫ বছর ধরে শিকলবন্দি করে রাখা হয়েছে রতন মিয়া নামের এক ব্যক্তিকে। এমন সংবাদ ‘মানবজমিন’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এম্বুলেন্স নিয়ে ওই রতন মিয়ার বাড়িতে যান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনকে সঙ্গে নিয়ে বারান্দার সেই অন্ধকার কক্ষ থেকে শিকল কেটে তাকে উদ্ধার করেন। পরে রতন মিয়াকে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান বলেন, বিভিন্ন গণমাধ্যমে রতন মিয়ার বিষয়টি প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। গতকাল সকালে রতন মিয়ার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে  রেখে সাতদিন পর্যবেক্ষণ করা হবে। এরপর তার শারীরিক অবস্থা বুঝে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ সময় মানবিক বিষয়ে পজিটিভ সংবাদ পরিবেশন করায় স্থানীয় সংবাদকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও