গুলশানের জনপ্রিয়, অভিজাত রেস্টুন্টে কারি অ্যাকসেন্টে চলছে আওয়াধি ফুড ফেস্টিভাল। সপ্তাহ জুড়ে এই আয়োজনে অতিথিদের মন কেড়েছে শাহী মাটন রেজালার অনন্য স্বাদ। বাংলানিউজের পাঠকদের জন্য শাহী মাটন রেজালা বিশেষ রেসিপিটি দিয়েছেন কারি অ্যাকসেন্টের সেফ মানজিলাত খানদানি।