ছোট এই দোকানটিই আসল মাতৃভান্ডার। ছবি- সংগৃহীত

কুমিল্লার আসল মাতৃভান্ডার কোনটি?

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৭, ১৮:০৫
আপডেট: ০২ জুলাই ২০১৭, ১৮:০৫

(প্রিয়.কম) ঢাকার কাছে হওয়ায় কুমিল্লা অনেক ভ্রমণকারীরই পছন্দের জায়গা। বিশেষ করে যারা ছাত্র-ছাত্রী, ঢাকা থেকে খুব দূরে যেতে পারেন না পারিবারিক কারণে তারা বেছে নেন কুমিল্লা ভ্রমণ। আবার চট্টগ্রাম সহ এদিকের অনেক যাত্রীদের বাসের দীর্ঘযাত্রা বিরতিতে নামতে হয় কুমিল্লা।
 
কুমিল্লার রসমালাই যেমন বিখ্যাত তেমনি দিনে দিনে এর খ্যাতি কমেও আসছে। মাতৃভান্ডারের রসমালাই এর স্বাদ অতুলনীয়। বিখ্যাত এই মাতৃভান্ডারের খ্যাতিকে পুঁজি করে ব্যবসা করতে চায় এখানকার অন্যান্য মিষ্টি ব্যবসায়ীরা। তাই নামের শুরুতে 'আদি', 'নিউ' ইত্যাদি এমন কিছু না কিছু ব্যবহার করে তারা মাতৃভান্ডার নামেই দোকান খোলেন।
 
ব্যবসায়ীদের শঠতার কারণে ভোগান্তীর শিকার হন ভ্রমণকারীরা। আর ক্ষতিগ্রস্থ হচ্ছে এই মিষ্টির সুনাম। অনেকেই না বুঝে ভাবছেন, কুমিল্লার রসমালাই আসলে সুস্বাদু নয়। তারা এটাই অন্যদেরকেও বলেন। এভাবে একটি ঐতিহ্যবাহী খাবার জনপ্রিয়তা হারাচ্ছে।
 
তাহলে প্রকৃত কুমিল্লার রসমালাই কোথায় পাব- এমন প্রশ্ন অনেকের মনেই। এজন্য মাতৃভান্ডারের আসল দোকানটি খুঁজে নিতে হবে আপনাকে। এখানকার স্থানীয়রা কিন্তু এই দোকান ঠিকই চেনেন। তাদের সহায়তা নিতে পারেন আপনিও।
 
কুমিল্লা বাসস্ট্যান্ড থেকে ১০ মিনিটের দূরত্বে মনোহরপুর।
 
কুমিল্লা শহরের মনোহরপুরে আসল মাতৃভান্ডারের দোকানটি অবস্থিত। আশেপাশে আরও মাতৃভান্ডারের দোকান থাকতে পারে, তবে আপনাকে খেয়াল করতে হবে কোন দোকানে ভিড় বেশি। মাতৃভান্ডার ছাড়াও চিরস্মরণীয় কুমিল্লার রসমালাই এর স্বাদ পাবেন ভগবতী পেড়া ভান্ডার, জলযোগ, শীতল ভান্ডারের মিষ্টিতে। এদের কোথাও কোন শাখা নেই।
 
প্রিয় ট্রাভেল/ সম্পাদনা ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।