কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: লেখক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব

আকরাম হোসাইন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৮, ১৩:৪০
আপডেট: ২৭ মার্চ ২০১৮, ১৩:৪০

(প্রিয়.কম) ‘মিলি মৈত্রীবন্ধনে গড়ি সংস্কৃতির সেতু’ স্লোগানকে সামনে রেখে আগামী ১ এপ্রিল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তাহব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের আয়োজনে ও বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সহযোগিতায় নাাট্য উৎসবটি চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

২৭ মার্চ, মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান রাজু।

আতাউর রহমান জানান, উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাট্যকার শ্রুতি বন্দ্যোপাধ্যায় নির্দেশিত ‘জয় জয় ভানু জয়দেব’ নাটক প্রদর্শনের মাধ্যমে উৎসবের পর্দা উঠবে। ভারত ও বাংলাদেশের নাট্যকারদের নির্দেশনায় মোট ১৩টি নাটক প্রদর্শিত হবে এই নাট্যোৎসবে।

 নাট্যকলা বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম দিন ব্যতীত প্রতিদিন দুইটি নাটক মঞ্চায়িত হবে। প্রতিদিন বিকেল ৪টায় টিএসসিতে এবং ৬:৪৫ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকের মঞ্চায়ন শুরু হবে।

নাট্যোৎসবের দ্বিতীয় দিন ২ এপ্রিল শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় নাট্যকার সামিনা লুৎফা নিত্রার ‘খনা’ এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মীর মেহবুব আলমের নির্দেশনায় সৈয়দ শামসুল হকের নাটক ‘গণনায়ক’।

৩ এপ্রিল ড. রশীদ হারুনের নাট্য ও নির্দেশনায় ‘পুতুলনাট্য’ ও মোসলেম উদ্দিন শিকদার নির্দেশিত আমিনুর রহমান মুকুলের ‘সাম্পাননাইয়া’।

৪ এপ্রিল সুদ্বীপ চক্রবর্তীর নির্দেশনায় শাকুর মজিদের ‘মহাজনের নাও’ ও মলয় ভৌমিকের নির্দেশনায় অনুশীলন নাট্যদলের ‘ম্যাওসংকেত্তন’।

৫ এপ্রিল অভি চক্রবর্তীর নির্দেশনায় শ্রী স্বপন কুমারের ‘রাতবিরেতের রক্তপিচাশ’ ও নাসিরউদ্দিন ইউসুফ নির্দেশিত সাইমন জাকারিয়ার ‘বিনোদিনী’।

৬ এপ্রিল তারিক আনাম খানের রূপান্তরিত ও লিয়াকত আলী লাকীর নির্দেশনায় ‘কঞ্জুস’ এবং আবুল কালাম আজানের নাট্য ও নির্দেশনায় ‘সার্কাস সার্কাস’। 

নাট্যোৎসবের শেষ দিন ৭ এপ্রিল শুভাশিস সিনহার নির্দেশনায় মাইকেল মধুসূদন দত্তের ‘কহে বীরঙ্গনা’ ও ফাল্গুনী চট্যোপাধ্যায়ের নির্দেশিত নাটক ‘মিসফিট’।

আগামী রবিবার বিকেল ৫টায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বিশিষ্ট কথাসাহিত্যক হাসান আজিজুল হক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নন্দিত নাট্যকার মলয় কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত থাকবেন।

প্রিয় সংবাদ/ অনীকা /রুহুল