‘সেক্সি বার্বি গার্ল’ গানের দৃশ্যে সানি লিওন। ছবি: সংগৃহীত।

বেবি ডল থেকে ‘বার্বি’ রূপ নিলেন সানি (ভিডিও)

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৭, ১৬:৫৯
আপডেট: ০৭ নভেম্বর ২০১৭, ১৬:৫৯

(প্রিয়.কম) ‘রাগিণী এমএমএস ২’ সিনেমায় ‘বেবি ডল’ গানে দুনিয়া মাত করেছিলেন সানি লিওন। এরপর থেকে সিনেমার চাইতে আইটেম গানের জন্য বেশি প্রস্তাব পেয়ে আসছেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। তবে নায়িকা হিসেবেও তার যথেষ্ট চাহিদা রয়েছে। সম্প্রতি আরবাজ খানের বিপরীতে ‘তেরা ইন্তেজার’ ছবিতে অভিনয় করেছেন সানি। এই সিনেমায় ‘বেবি ডল’ রূপ বদল করে 'বার্বি’ রূপে আসলেন তিনি।

ছবিটির নতুন গান ‘সেক্সি বার্বি গার্ল’ গান মুক্তি পেয়েছে আজ মঙ্গলবার ৭ নভেম্বর। এর আগে ‘সেক্সি বার্বি গার্ল’ গানের ৩৪ সেকেন্ডের টিজার মুক্তি পেয়েছিল, যাতে সানি লিওনকে সেক্সি ভঙ্গিমায় নাচতে দেখা গিয়েছে। এই ছবির ট্রেলারও আগেই মুক্তি পেয়েছে। আর দর্শকদের সেই ট্রেলার দারুন পছন্দ হয়েছে।

এর আগে এই ছবির আরেকটি গান ‘খালি খালি দিল’ মুক্তি পেয়েছে। সেখানেও সানি লিওনের হট অবতার দর্শকদের দারুন পছন্দ হয়েছে। রাজীব বালিয়া নির্দেশিত মিউজিক্যাল থ্রিলারভিত্তিক ছবিটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে। দেখে নিতে পারেন সানি লিওনের গানটি-

সূত্র: বলিউড লাইফ

প্রিয় বিনোদন/গোরা