তৌসিফের হবু স্ত্রী জান্নাতুল ফেরদৌস সুষমা। ছবি: সংগৃহীত

অভিনেতা তৌসিফের হবু স্ত্রীর কিছু ছবি

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৪
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৪

(প্রিয়.কম) বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা তৌসিফ মাহবুবতার হবু স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস সুষমাজারানামেও পরিচিত তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির একটি পার্টি সেন্টারে তাদের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান হয়ে গিয়েছে। আজ সন্ধ্যায় হবে বিয়ের অনুষ্ঠান। দীর্ঘদিন প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা। প্রিয়.কমের পাঠকদের জন্য থাকছে জারার কিছু ছবি।

মিরপুরের মেয়ে সুষমা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিবিএতে পড়ছেন। তৌসিফ মাহবুবের কাছ থেকে প্রিয়.কম জানতে পারে, তৃতীয় বর্ষে পড়ছেন তিনি।

জান্নাতুল ফেরদৌস সুষমা শোবিজ অঙ্গণের তারকা নন। তৌসিফের ভাষ্য, খুবই সাধারণ একজন মেয়েও স্টুডেন্ট। থার্ড ইয়ারে পড়ছে।

তাদের দুজনার পরিচয় হয়েছিল ফেসবুকে। জারার সঙ্গে পরিচয়ের বিষয়ে তৌসিফ বলেন, তা প্রায় সাড় তিন বছর তো হবেই তবে আমাদের বিয়ে হচ্ছে পারিবারিকভাবেই

মিডিয়ার বাইরের মেয়ে বিয়ে করছেন তৌসিফ। এ নিয়ে ভবিষ্যতে তাদের দাম্পত্যে কোনো সমস্যা হতে পারে কী? এ বিষয়ে তৌসিফের সঙ্গে কথা বলেছে প্রিয়.কম।

'আপনি যদি ব্যাংকে চাকরি করেন এবং আপনার স্ত্রী ব্যাংকে চাকরি না করেন, তাহলে আপনার স্ত্রী আপনার ব্যাংকের হিসাব কখনো বুঝবে না তো মিডিয়া বা মিডিয়ার বাইরে, নাটক কিংবা নাটকের বাইরে- একটা আন্ডারস্ট্যান্ডিং-মিস আন্ডারস্ট্যান্ডিং থাকবেই এবং আমাদেরও আছে বড় ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং আছে’, প্রিয়.কমকে বলেন তৌসিফ মাহবুব।

নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অভিনেতা তৌসিফ। তিনি বলেন, ‘কিন্তু আমি বলব, আমি সবচেয়ে সৌভাগ্যবান আমি কোনো কিছুই কখনো বাড়িয়ে বলি না। ওর চেয়ে আন্ডারস্ট্যান্ডিং স্ত্রী আমি মিডিয়ার অন্য কাউকে দেখিনি এমনকি অনেক দম্পতিই রয়েছেন, যারা উভয়েই মিডিয়াতে কাজ করেও অনেক মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকে মিডিয়ার বাইরে হওয়া সত্ত্বেও ওর সঙ্গে আমার যে পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং, সেটি আমি কোথাও দেখিনি

অভিনেতা তৌসিফ ও তার হবু স্ত্রী। 

 প্রিয় বিনোদন/আজহার