
বিয়ের দ্বিতীয় মাসেই প্রতারণা করেন চাহাল, বিস্ফোরক দাবি ধনশ্রীর
প্রথম আলো
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪
চলতি বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ইউটিউবার, অভিনেত্রী এবং কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা। তবে সম্পর্ক চুকেবুকে গেলেও তাঁদের দাম্পত্য কলহ এখনো চর্চায়। এবার আশনীর গ্রোভার সঞ্চালিত রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ হাজির হয়ে বিয়েকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন ধনশ্রী।
শোয়ের একটি ভাইরাল ক্লিপে ধনশ্রীকে বলতে শোনা যায়—‘প্রথম বছরেই বুঝে গিয়েছিলাম এই সম্পর্ক টিকবে না। বিয়ের দ্বিতীয় মাসেই প্রতারণা ধরে ফেলেছিলাম।’ সহ-প্রতিযোগী অভিনেত্রী কুব্বরা সাইত অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি আবারও হেসে নিশ্চিত করেন, ‘ক্রেজি, ব্রো!’