নিকোল কিডম্যান ও কিথ আরবানের দুই দশকের সংসার ভাঙল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান এবং চারবার গ্র্যামি জয়ী কান্ট্রি গায়ক কিথ আরবান দুই দশক পর নিজেদের পথ আলাদা করেছেন।


বিবিসি লিখেছে, দুই তারকা কিডম্যান ও আরবানের বিচ্ছেদ হয়েছে। গেল গ্রীষ্মকাল থেকে এই জুটি আলাদা থাকছেন তবে শুরুতে কিডম্যান এই বিচ্ছেদে সায় দেননি।


তাদের বিচ্ছেদের কারণ স্পষ্ট করেনি বিবিসি। কিডম্যান এবং আরবান দুজনেরই বয়স ৫৮। ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি গালা অনুষ্ঠানে একে অপরের সঙ্গে প্রথমবার পরিচিত হন তারা। সেই পরিচয় প্রণয়ে গড়ায় দ্রুত, এক বছরের মাথায় বাগদান হয়। আর ২০০৬ সালের জুনে সিডনিতে বিয়ে করেন এই দুই তারকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও