ছবি সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি পেলো ৭ এজেন্সি
আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২০
ফাইল ছবি
(প্রিয়.কম) অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিকর্মী পাঠানোর (নিয়োগ) অনুমতি দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বাংলাদেশের ৭টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় এসব কর্মী পাঠাবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বায়রা সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিয়োগ অনুমতি পাওয়ার পর এই সাত বেসরকারি প্রতিষ্ঠান (রিক্রুটিং এজেন্সি) কর্মী পাঠানোর জন্য নিবন্ধনসহ যাচাই-বাছাই ও কর্মীর বায়োমেট্রিক কার্যক্রম শুরু করবে।
প্রাথমিকভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নিয়োগ অনুমতি পাওয়া ৭টি রিক্রুটিং এজেন্সির মধ্যে ৬টির নাম জানা গেছে। সেগুলো হলো- ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, আল ইসলাম ওভারসিজ ও আইএসএমটি হিউম্যান রিসোর্স।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জাবেদ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, আমরা ৫ হাজারের কিছু বেশি কর্মীর চাহিদাপত্রের নিয়োগ অনুমতি দিয়েছি। এখন বিএমইটির মাধ্যমে বাকি কাজ হবে। যারা কাজ পেয়েছে তারা কর্মীদের তালিকা দেবে, অনলাইনে যাচাই-বাছাই হবে।
প্রিয় সংবাদ/খোরশেদ/আলম