হাদিকে গুলি: হামলায় ব্যবহৃত বাইকের মালিক সন্দেহে একজন আটক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির মালিক সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করেছে র্যাব।
রোববার সকালে আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র্যাব-২ এর তরফে বলা হয়েছে।
এ বিষয়ে র্যাবের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, হাদির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশে সোপর্দ