ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে নেওয়ার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এক চিকিৎসক।
রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. আব্দুল আহাদ বলেন, হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক, তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। তার চিকিৎসা সংক্রান্ত তথ্যগুলো (কেস সামারি) থাইল্যান্ড ও সিঙ্গাপুরের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
“তবে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার পরিবার ও মেডিকেল বোর্ডের উপর।”
নিউরোসার্জন আহাদ শুক্রবার ঢাকা মেডিকেলে হাদির অপারেশনের অংশ নিয়েছিলেন। তিনি এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।
এভারকেয়ারে হাদির চিকিৎসার খোঁজ-খবর নিয়ে এসে আব্দুল আহাদ বলেন, “তার শারীরিক অবস্থা যেরকম আশঙ্কাজনক ছিল, সেটা অপরিবর্তিত রয়েছে। রোববার সকালে তার যে রিপিট সিটি স্ক্যান করা হয়েছে, সেখানেও ভালো কিছু পাওয়া যায়নি। তার ব্রেন স্ট্রেমে যে ইনজুরিটা ছিল, সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।