অপো, ভিভো ও ওয়ানপ্লাসের লোগো। ছবি: সংগৃহীত

অপো, ভিভো ও ওয়ান প্লাস ব্র্যান্ডের মালিকানায় এক প্রতিষ্ঠান

হাসান মাতব্বর
Student
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৮, ১৭:২১
আপডেট: ২২ এপ্রিল ২০১৮, ১৭:২১

(প্রিয়.কম) বিষয়টি অনেকটা আশ্চর্যজনক হলেও চরম সত্যি যে, চীনের জনপ্রিয় তিনটি স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অপো, ভিভোওয়ান প্লাসের মালিকানায় একটি প্রতিষ্ঠান। দেশটির বিখ্যাত বিবিকে ইলেকট্রনিক্স এ তিন ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান।

বিবিকে ইলেকট্রনিক্স সাধারণত স্মার্টফোন, টেলিভিশন, এমপি৩ প্লেয়ার, ভিডিও প্লেয়ার ও ক্যামেরা তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। ধীরে ধীরে প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা বাড়তে থাকায় তারা শাখাভিত্তিক প্রতিষ্ঠান বের করে, যার নাম দেওয়া হয় অপো ইলেকট্রনিক্স।

২০০৪ সালে যাত্রা শুরু হয় অপোর। ইতোমধ্যে ব্র্যান্ডটি এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। অপোর  যাত্রা শুরুর ৫ বছর পর ২০০৯ সালে ভিভো ইলেকট্রনিক্সের পথ চলা শুরু হয়।

বিবিকে ইলেকট্রনিক্সের সহায়ক কোম্পানি অপো ও ভিভো ব্যাপক সাফল্য পায়। পরে অপোর সাবেক কর্মকর্তা পিট লাউ ও কার্ল পে অপো ও বিবিকে ইলেকট্রনিক্সের সহযোগিতায় ২০১৪ সালে ওয়ানপ্লাস ওয়ান নামে নতুন ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনেন। 

এতে বলা যায়, বিশ্বের জনপ্রিয় এই তিনটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মূল মালিকানার দায়িত্ব পালন করছে চীনের এই বিখ্যাত প্রতিষ্ঠান বিবিকে ইলেক্ট্রনিক্স। আর তিনটি প্রতিষ্ঠান থেকেই অর্থ উপার্জন করে বিবিকে ইলেকট্রনিক্স।

প্রিয় প্রযুক্তি/ফারজানা/শান্ত