আইএসএস থেকে ভূমিতে ফিরলেন প্রথম ভারতীয় নভোচারী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ২২:৫৮

ফিরে এসেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস পা রেখে ভারতের ইতিহাসে নাম লেখানো প্রথম নভোচারী শুভাংশু শুক্লা।


সরাসরি এক টেলিভিশন সম্প্রচারে দেখা গিয়েছে, সোমবার চার সদস্যের দল নিয়ে আইএসএস থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘এক্সিয়ম-৪’ নামের মিশনটি। ভারতীয় সময় দুপুর ৩টা ১ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করেছে ক্যাপসুলটি।


যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক নভোচারী পেগি হুইটসনের নেতৃত্বে ও গ্রুপ ক্যাপ্টেন শুক্লার পরিচালনায় ‘এক্সিয়ম-৪’ মিশনটি ২৬ জুন আইএসএসে পৌঁছেছিল। এই মিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন পোল্যান্ডের স্লাওসজ উজনানস্কি-উইসনিয়েস্কি ও হাঙ্গেরির তিবোর কাপু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও