
বিয়ের অনুষ্ঠানে অভিনেতা তৌসিফ মাহবুব ও জান্নাতুল ফেরদৌস সুষমা। ছবি: সংগৃহীত
তৌসিফ-সুষমার দাম্পত্য জীবন শুরু
আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩
(প্রিয়.কম) তিন বছরের প্রেমের সম্পর্কটাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব ও জান্নাতুল ফেরদৌস। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির আরাজ পার্টি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এর আগে বিয়ের দিন সকালে কনের বাড়িতে দুজনের আকদ হয়। সন্ধ্যায় পার্টি সেন্টারে উপস্থিত ছিলেন অভিনেতা সজল, অভিনেত্রী টয়া, সাবিলা নূর, সাফা কবিরসহ উভয় পরিবারের স্বজনরা।
জানতে চাইলে তৌসিফ প্রিয়.কমকে বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় আমাদের বৌভাত অনুষ্ঠিত হবে।’
বিয়ের সাজে জান্নাতুল ফেরদৌস সুষমা। ছবি: সংগৃহীত
ফেসবুকে পরিচয় হয়েছিল সুষমা ও তৌসিফের। ৬ ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ হয়।
অভিনেতা তৌসিফ মাহবুবের স্ত্রী জান্নাতুল ফেরদৌস সুষমা। ছবি: সংগৃহীত
বিয়ের পর এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন অনেকেই। নতুন জীবনে সুখী হতে দোয়া চেয়েছেন তৌসিফ।
প্রিয় বিনোদন/আজহার