বইমেলায় স্বদেশ রায়ের ‘সম্পাদকের টেবিল’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১৯:৫১
আপডেট: ১২ মার্চ ২০২২, ১৯:৫১

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়ের প্রবন্ধের বই ‘সম্পাদকের টেবিল’। এটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন্স।

ঢাউস আকারের বইটিতে রয়েছে ১৯৫টি বিশেষ প্রবন্ধ। এগুলোতে সমাজের পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক আন্দোলন, অর্থনৈতিক দীনতা থেকে উন্নয়ন, রাজনীতির বিভিন্ন রূপ, নারীর ক্ষমতায়ন, বিজ্ঞান-প্রযুক্তি, সাহিত্য- শিল্পকলা-চলচ্চিত্র, বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের আঘাত থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, কোভিডের শুরু থেকে ভ্যাকসিন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আয়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

বইটি পাওয়া যাচ্ছে জিনিয়াস পাবলিকেশন্সের ২০ নম্বর প্যাভিলিয়নে। এর প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন।

১৯৮২ সালে সাংবাদিকতায় আসা স্বদেশ রায় কাজ করেছেন যায়যায়দিন, ম্যাগাজিন সচিত্র সন্ধানী, দৈনিক রুপালী, দৈনিক বাংলাবাজার পত্রিকা, সাপ্তাহিক পরিবর্তন, দৈনিক নব অভিযানসহ বিভিন্ন পত্রিকায়। দেশ-বিদেশের ১৫ টিরও বেশি সাপ্তাহিক ও দৈনিকে নিয়মিত তাঁর কলাম ছাপা হচ্ছে। সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, কবিতা লিখছেন দীর্ঘদিন ধরে। সাংবাদিকতায় পেয়েছেন একুশে পদক।