মধ্যবিত্তের চোখ রচনাসমগ্রে
বইমেলার শেষ সপ্তাহে এখন বইপ্রেমীরা ব্যস্ত পছন্দের বই সংগ্রহে। মেলার দিন যত ফুরিয়ে আসছে, তাল মিলিয়ে বাড়ছে তাদের ব্যস্ততাও। নগর সংস্কৃতিতে মানুষের রুচির বহুমাত্রিক পরিবর্তনের মধ্যে অন্যতম, ঘরে অন্তত একটি বুকশেলফ রাখা। নগরের মধ্যবিত্ত শ্রেণি নিজের আপন ঘরটি সাজানোর অনুষঙ্গ হিসেবে যুক্ত করে নিয়েছে বুকশেলফ। আর সেই বুকশেলফ সাজাতে অনেকের পছন্দ প্রিয় লেখকের রচনাসমগ্র।
এই শ্রেণির বইপ্রেমীদের কথা মাথায় রেখে বড় বড় অনেক প্রকাশনা সংস্থা প্রকাশ করছে দেশের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় লেখকদের রচনাসমগ্র। এ বছরই ঐতিহ্য প্রকাশনী মেলায় নিয়ে এসেছে ৩৫ খণ্ডে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনাবলি। এই রচনাসমগ্র প্রকাশ নিয়ে সৈয়দ শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, তাঁর প্রয়াণের মাত্র পাঁচ বছরের মধ্যে প্রকাশনা সংস্থা ঐতিহ্য ৩৫ খণ্ডে তাঁর রচনাসমগ্র প্রকাশ করেছে। আমরা মনে করি, পাঠক এখন সহজে বিচিত্র-বর্ণাঢ্য সৈয়দ শামসুল হকের বহুধাবিস্তৃত সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত হতে পারবেন। ’