বইপ্রেমীদের সমাগম বাড়ছে, দ্বিতীয় দিনে এলো নতুন ২১ বই

বাংলা ট্রিবিউন বাংলা একাডেমি প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৪

অমর একুশে বইমেলা প্রথম দিনে কিছুটা এলোমেলো থাকলেও দ্বিতীয় দিনে পুরোপুরি গুছিয়ে উঠেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে মেলা। মেলার দ্বিতীয় দিনে বিশেষ কোনও আনুষ্ঠানিকতা না থাকলেও গল্প, উপন্যাস ও কবিতাসহ নতুন বই আসে ২১টি।


এদিন বিকাল ৩টায় মেলার মূল ফটক খোলার পর ধীরে ধীরে আসতে শুরু করে বইপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান। মেলার পরিবেশ, বিন্যাসে নতুনত্ব, কয়েক স্তরের নিরাপত্তায় খুশি দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতারা। এবার মেলায় আগত পাঠক-ক্রেতা-দর্শনার্থীদের বসার জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। বিষয়টিকে সুন্দর সংযোজন বলছেন দর্শনার্থী ও ক্রেতারা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও