
অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। ছবি:সংগৃহীত
শপথ নিলেন অভিনেত্রী নুসরাত ও মিমি
আপডেট: ২৫ জুন ২০১৯, ১৫:৪৫
(প্রিয়.কম) ভারতের লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন তৃণমূলের দুই নব নির্বাচিত সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।
২৫ জুন, মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে এই দুই অভিনেত্রী শপথ নেন।
প্রথমে শপথ নেন নুসরাত, পরে মিমি। শপথবাক্য পাঠ করতে গিয়ে তারা পৃথক ভাবে সংসদের সকলকে নমস্কার জানান। এবং শপথ গ্রহণের পরই লোকসভার স্পিকার ওম বিরলার পা ছুঁয়ে নমস্কার জানান দুই সাংসদ।

#WATCH: TMC's winning candidate from Basirhat (West Bengal), Nusrat Jahan takes oath as a member of Lok Sabha today. pic.twitter.com/zuM17qceOB
— ANI (@ANI) June 25, 2019
পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দুই লাখ ৯০ হাজারের বেশি ভোটে জয় পান তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাট কেন্দ্রে তিন লাখ ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হন নুসরাত জাহান।
#WATCH: TMC's winning candidate from Jadavpur (West Bengal), Mimi Chakraborty takes oath as a member of Lok Sabha. pic.twitter.com/NWD8OCCIio
— ANI (@ANI) June 25, 2019
সম্প্রতি তুরস্কে গিয়ে বিয়ে সেরেছেন নুসরাত। সেই বিয়েতে হাজির ছিলেন তার বান্ধবী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। স্বাভাবিক ভাবেই নুসরাত বা মিমি কেউই সংসদ শুরুর দিনে লোকসভায় শপথ নিতে পারেননি। ফলে আজ সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার পরই বাংলায় শপথ নেন তৃণমূলের টিকিটে জয়ী পশ্চিমবঙ্গের এই দুই সাংসদ।
প্রিয় সংবাদ/প্রান্তিক/আশরাফ