পুরান ঢাকার তেহারি পছন্দ হলেও গায়ক মুজা কেন খেতে পারছেন না
প্রথম আলো
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২৪
মুজার জন্ম সিলেটে। বাবার চাকরিসূত্রে চার বছর বয়সে বাংলাদেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বেড়ে ওঠা সেখানেই। মার্কিন র্যাপার ক্রিস ব্রাউনের গান শুনে নিজেও গান করবেন বলে ঠিক করেন। কিন্তু গানের প্রোডাকশনেই কাজ করতেন বেশি। শেষ পর্যন্ত সাহস করে গাইতে শুরু করেন নিজেই। আর আলোচনায় এলেন ‘বন্ধুরে’ গানটি দিয়ে।
যুক্তরাষ্ট্রে বড় হওয়া মুজার জন্য বাংলা গানের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না। যে কারণে চেয়েছিলেন নিজের ‘কমফোর্ট জোন’–এর ভেতরে থেকেই নতুন কিছু উপহার দিতে। ‘বন্ধুরে’ দিয়ে পথচলা শুরু করা মুজা দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ‘নয়া দামান’ গানটি দিয়ে। ফোক আর মডার্ন মিউজিকের মিশ্রণ বেশ ভালোভাবেই গ্রহণ করেছে শ্রোতারা।