চীনকে মোকাবেলায় ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে সহায়তা জোরদার করছে ভারত

বিডি নিউজ ২৪ আফগানিস্তান প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৬

চীনের প্রভাব মোকাবেলায় তালেবান-শাসিত আফগানিস্তানে সোমবারের ভূমিকম্পের পর দেশটির সঙ্গে সংহতি প্রকাশ করে ত্রাণ সহায়তা জোরদার করছে ভারত।


ভারত উপদ্রুত ওই অঞ্চলের দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া দেশ হিসাবে নিজেদের তুলে ধরছে- বলছেন কর্মকর্তা ও বিশ্লেষকরা।


ভূমিকম্পের পরই তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে প্রথম যারা ফোন করেছেন, তাদের মধ্যে আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।


তিনি জানিয়েছেন, সোমবার আকাশপথে ২১ টন ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ টন খাবার, কম্বল, তাঁবু, হাইজিন কিট, পানির ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার জন্য ব্যবহৃত বাসনপত্র, পানি শোধনের ছোট যন্ত্র, স্লিপিং ব্যাগ, প্রয়োজনীয় ওষুধপত্র, হুইলচেয়ার, হ্যান্ড স্যানিটাইজার, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, ও আর এস এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী।


মন্ত্রী বলেন, আফগানিস্তানের সার্বিক পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে। আগামী দিনে আরও ত্রাণ সহায়তা পাঠানো হবে। ওদিকে, চীন মঙ্গলবার বলেছে, তারাও ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা করতে প্রস্তুত।


আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর মাজার-ই-শরিফের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৯০০’র বেশি মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও