কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছোট বাচ্চাদের পোশাক সহজেই নোংরা হয়। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ২৬ এপ্রিল, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১১:০২
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১১:০২

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

ছোট বাচ্চাদের পোশাক খুব সহজেই নোংরা হয়। এতে অনেক রকমের ময়লার পাশাপাশি একধরনের ময়লা হলো তাদের দুধের বোতল থেকে গড়িয়ে পড়া বা বমির সঙ্গে চলে আসা দুধ। পোশাক থেকে দুধের দাগ দূর করা সহজ নয়। সাধারণ ডিটারজেন্টে এই জেদি দাগ দূর হয় না। আজ জেনে নিন বাচ্চার (বা বাচ্চাকে কোলে নেওয়া কারো) পোশাক থেকে দুধের দাগ দূর করার উপায়।

এর জন্য আপনার কাজে আসে অদ্ভুত একটি উপাদান, আর তা হলো কোকাকোলা। দুধের দাগ লাগা অংশটি ৫ মিনিট কোকাকোলায় ভিজিয়ে রাখুন। এরপর অন্যান্য কাপড়ের মতোই ধুয়ে ফেলুন। দাগ দূর হয়ে যাবে।

প্রিয় লাইফ/রিমন