You have reached your daily news limit

Please log in to continue


কে এই প্রকৃতি, যাঁর কারণে বিষণ্নতায় ডুবেছেন ইরফানপুত্র?

‘আর পারছি না। মনে হচ্ছে সবকিছুতে ইস্তফা দিয়ে বাবার কাছে চলে যাই।’গত মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এ রকম একটি পোস্ট শেয়ার করেন বলিউড তারকা ও ইরফানপুত্র বাবিল খান। তখনই কমেন্টে ‘বন্যা বইয়ে’ বাবিলের সমর্থনে পাশে দাঁড়ান ভক্তরা। সেখানে একজন লিখেছেন, ‘আপনি এমন একজন “স্টারকিড”, যিনি অভিনয়প্রতিভায় পিতাকে ছুঁয়ে ফেলার সামর্থ্য রাখেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনি অসাধারণ একজন মানুষ। আপনার সামনে সুন্দর ভবিষ্যৎ। আপনি ধৈর্য ধরুন। শক্ত থাকুন।’

অল্প সময় পরই পোস্টটি ডিলিট করে ফেলেন বাবিল। তার আগেই অবশ্য পোস্টটি ছড়িয়ে পড়ে। আর পোস্ট ডিলিট করলেও এ নিয়ে আলোচনা বন্ধ থাকেনি। প্রথম সারির ভারতীয় প্রায় সব গণমাধ্যমেই সংবাদ হয়েছে। এর এক দিন পর আজ বৃহস্পতিবার ‘এলোমেলো কথন’ ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার প্রকৃতি পবনীর সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ করেন বাবিল। কী লিখেছেন বাবিল?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন